তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত এবং ৫ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো কামরুল আহসান তালুকদার।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ফরিদপুর-১ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগক কৃকের হলফনামায় স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।
অপর স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘর ফাঁকা থাকায় তারটাও বাতিল বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।
অপরদিকে আসনটির বিএনএমর প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের দুটি স্বাক্ষরের কিছুটা অমিল থাকায় তাঁর মনোনয়ন স্থগিত করা হয়।
পরে তিনি পুনরায় তাঁর স্বাক্ষরের প্রমাণ দেওয়ায় তা বৈধ ঘোষণা করা হয়।
এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাকির পার্টির মনোনয়নে কোনো ত্রুটি না পাওয়ায় সেগুলোকে বৈধ বলে ঘোষণা করা হয়।
ফলে ফরিদপুর-১ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, জাকের পার্টির মো. আ. রউফ মোল্যা, বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদার, বিএনএমর প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর।
এসময় উপস্থিতি ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ আসনটি প্রার্থীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/