জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল।
পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। এসময় মিছিলে একজন নারী পুলিশ সদস্য আহত হন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি বের হয়ে শহরের আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়ে সবাই জড়ো হন।
পরে বিএনপি'র নেত্রীরা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/