শুরুতেই আঘাত বাংলাদেশের। দারুণ সূচনা টাইগারদের। ৯ বলের মধ্যে ২ ওপেনার ও টপ অর্ডারকে হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড! মাত্র ১ রান সংগ্রহ করতেই নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট।
জায়গা বানিয়ে খেলতে গিয়ে মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। এ অফ স্পিনারকে দিয়ে ইনিংস শুরু করিয়েছেন নাজমুল, চতুর্থ বলেই সফল হয়েছেন তিনি।
অফ স্টাম্পের বাইরে থেকে একটু টার্ন করে ভেতরে ঢুকছিল বলটি, একটু নিচুও হয়েছিল। সেইফার্ট নাগাল পাননি সেটির।
শেষ ওয়ানডে যেখান থেকে শেষ করেছিলেন, শরীফুল ইসলাম শুরু করলেন সেখান থেকেই। অফ স্টাম্পের বাইরের লাইনের লেংথ বলে খোঁচা দিয়েছেন ফিন অ্যালেন, স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/