শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ায় র্যাবের যৌথ অভিযানে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শ্বশুর হত্যা মামলার প্রধান আসামি জামাই মোঃ মতিয়ার রহমান(৪০) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত পৌণে ১০ টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মতিয়ার রহমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শব্দলদিঘীর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে আসামি মতিয়ার ৬ ডিসেম্বর তার শ্বশুর আব্দুর সাত্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।
তখন গুরুত্বর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) চিকিৎসাধীন অবস্থায় আব্দুর সাত্তারের মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাত্তারের মেয়ের জামাই মতিয়ারসহ পাঁচজনকে আসামি করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে ধরতে র্যাবের টিম অভিযানে নামে। একপর্যায়ে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ পোড়াবাড়ি'র যৌথ অভিযানে গাজিপুরের মুক্তাগাছি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মতিয়ারকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন,গ্রফতারকৃত আসামি মতিয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/