শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যুদের দৌরত্ব বৃদ্ধি পাওয়ায়, রাতের বেলায় ফসলী জমির মাটি কেটে নিয়ে যাওয়ায় সময় পুলিশ ৬টি ড্রাম ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।
২৯ ডিসেম্বর(শুক্রবার) গভীর রাতে শিবগঞ্জ থানার এস.আই শিবলী সঙ্গীয় ফোর্স নিয়ে জয়পুরহাট-মোকামতলা মহাসড়কে রাত্রী কালিন ডিউটি করা অবস্থায় শিবগঞ্জ উপজেলাধীন আলাদীপুর ও গনেশপুর এলাকা থেকে মাটি বোঝাইকৃত ৬টি ড্রাম ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, আটকৃত ট্রাকগুলোর বিরুদ্ধে ট্রাফিক আইনী মামলা নেওয়া হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/