২০২৩ সালে হারের বৃত্তে যেন ঘুরপাক খেয়েছে বাংলাদেশের ক্রিকেট। পরাজয়ের একেকটি গল্প বছর শেষে রূপ নিয়েছে ব্যর্থতার মহাকাব্যে। সাফল্য এসেছে কালেভদ্রে। সেগুলো চাপা পড়েছে ব্যর্থতার ভারে। হতাশা ও দুঃস্বপ্নের মতো কেটেছে।
অপ্রাপ্তির বছরে কষ্ট বাড়িয়েছে মাঠের বাইরের ইস্যু। বিতর্কিত হয়েছে দেশের ক্রিকেটাঙ্গন। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট মনে রাখতে চাইবে না ২০২৩ সাল। রাত পোহালেই ২০২৪-এ পা রাখবে পৃথিবী। আন্তর্জাতিক অঙ্গনে আগামী বছরও ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সফরটা হতে যাচ্ছে বেশ লম্বা।
২০২৪ সালে এ যাবতকালের সর্বোচ্চ ১৪ টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া ৯ ওয়ানডে খেলবে। সবচেয়ে বেশি ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ সবই দ্বিপক্ষীয় সিরিজ।
এর বাইরে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। সেখানেও টি-টোয়েন্টিতে লম্বা সময় কাটাবে বাংলাদেশ। বাংলাদেশ দেশ ও বাইরে মিলিয়ে সাত দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আছে। সবগুলো দলের বিপক্ষে দুটি করে টেস্ট ম্যাচ। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ দিয়ে বাংলাদেশের ম্যাচ শুরু হবে। মার্চে সিংহের দলের বিপক্ষে ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এপ্রিলে বাংলাদেশ জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে। ২ টেস্টের সঙ্গে খেলবে ৫ টি-টোয়েন্টি।
এরপর জুনে চলে যাবে বিশ্বকাপে খেলতে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যস্ততা খুব একটা নেই। মে মাসের পুরোটাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি। বছরের শেষ ছয় মাসে পাঁচ মাসই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে। আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ রয়েছে। তিন দলের বিপক্ষে দুটি করে টেস্ট রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টির সঙ্গে রয়েছে ৩ ওয়ানডে। পাকিস্তানের বিপক্ষে কেবল টেস্ট এবং ভারতের বিপক্ষে ২ টেস্টের সঙ্গে রয়েছে ৩ টি-টোয়েন্টি। ২০১৯ সালে ভারত সফরেও বাংলাদেশ ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলেছিল।
অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ আতিথেয়তা দেবে ২ টেস্টে। এরপর নভেম্বর-ডিসেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। যেখানে ২ টেস্টের সঙ্গে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।
২০২৩-এ প্রাপ্তি-অপ্রাপ্তি; দুইয়ের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। রাত পোহালেই নতুন ভোর, নতুন সূর্য উঠবে। পুরোনো ব্যর্থতা ঝেরে বাংলাদেশের সাফল্য সূর্য আলোকিত করে রাখবে দেশের ক্রিকেট এমনটাই চাওয়া কোটি ক্রিকেট ভক্তের।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/