আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরা হলেন তরুণ তারকা পেসার শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডে এবারের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবমিলে ৯.৪ ওভারে মাত্র ৫৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন শরিফুল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ৪ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংলাইন আপ ভেঙে দেন শরিফুল।
বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ১৬ রানে ১ উইকেট নেন তরুণ এই পেসার।
রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১১০ রানে অলআউট হয়ে ডিএলমেথডে ১৭ রানে হেরে যায়। দলের পরাজয়ের ম্যাচে ৩.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করেন শরিফুল।
বাংলাদেশ দলের হয়ে ৯টি টেস্ট, ৩৩টি ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শরিফুল এই প্রথম সিরিজ সেরার পুরস্কার জিতলেন।
সিরিজ সেরা হওয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুকে ২২ বছর বয়সি এই তরুণ লেখেন- ‘আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো সিরিজ সেরা। আ
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/