দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বছরের প্রথম দিন জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম।
আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাবেদ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিবাবক, ছাত্র/ছাত্রী।
আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাগুপ্তার কাছে সাংবাদিকেরা তার অনুভূতি জানতে চাইলে সে বলেন, শিক্ষানুরাগী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, বছরের প্রথম দিনে আমরা নতুন বই পেয়ে চরম খুশি ও আনন্দিত।
আক্কেলপুর উপজেলায় বই উৎসব সফল করতে ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক পর্যায়ে ৬২ হাজার ১শত ১৯ টি কোমল মতি শিশু ও মাধ্যমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসায় ১০ হাজার ৯শ ৭৫টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/