নতুন রেকর্ড গড়তে যাচ্ছে রোহিত ও বিরাট কোহলি

আপডেট: January 14, 2024 |

ভারতের সাবেক ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার সামনে রেকর্ডের হাতছানি।

আজ ভারতের ইন্দোরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে মাইলফলক অর্জন করবেন রোহিত। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম ম্যাচ খেলবেন তিনি।

আর বিরাট কোহলি আজ মাত্র ৩৫ রান করলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪০০৮ রানের মালিকও কোহলি। শুধু তাই নয়, আইপিএলেও সর্বোচ্চ ৭২৬৩ রান করেছেন বিরাট।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪৫৬২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তিনি ২২ সেঞ্চুরি করেছেন। ১২৯৯৩ ও ১২৪৩০ রান করে দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কায়রন পোলার্ড।

Share Now

এই বিভাগের আরও খবর