বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজার সংলগ্ন পাতাকাটা খালের নাব্যতা না থাকায় পাশের শাখা হাজীর খালটি মরা খালে পরিণত হয়েছে।
সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ ভরাট করে চলাচলের রাস্তা, বাগান, ঘরবাড়ী তৈরী করেছে। এ তে ফসলী জমিতে সময় মত পানি পাচ্ছে না কৃষক। পানি চলাচল বিঘ্নিত হচ্ছে ফসলী জমিতে ।
শুক্রবার ( ১৯ জানুয়ারী) সকাল ১১ টায় পাতাকাটা এলাকার সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়ে দ্রুত বদরখালী ইউনিয়নের হাজির খালটি খননের দাবি জানান।
এলাকার কৃষক রুস্তম আলী (৬০) বলেন দীর্ঘদিন ধরে খাল খনন না করায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এতে আমাদের এলাকার কৃষকদের ফসলী জমিতে সেচ দিতে অনেক অসুবিধা হচ্ছে।
এখন বোরোধান চাষের সময় প্রচুর পরিমাণ পানি প্রয়োজন। হাজীর খালটি শুকনা থাকায় আমরা সবজি ক্ষেতে পানি দিতে পারছি না।
মাদ্রাসার শিক্ষক আবুল কালাম (৪৫) বলেন খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছে শাহালম খানের ছেলে সজল (৩৫) সহ এলাকার কিছু খারাপ প্রকৃতির লোক জন, তাদের ঐ রাস্তার গতি পরিবর্তন করে খাল দখল মুক্ত করলে এলাকার মানুষ ফসলী জমিতে পানি দিতে পারবে। এবং কৃষকদের মুখে হাসি ফুটবে।
এ বিষয় বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন এলাকার কৃষকদের দাবির প্রেক্ষিতে খননের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/