রংপুর-সিলেট ম্যাচের আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার সাবেক সতীর্থ মাশরাফির খেলা প্রসঙ্গ বলেন, ‘সে ফিট না। কারণ, সে দুই তিন পা দৌড়ে বল করছে।
বিপিএলের প্রথম ম্যাচে বল করলেও আজ শুধু ব্যাট করেন মাশরাফি। তিন নম্বরে নেমে ৭ বলে ৬ রান করেন তিনি। মাশরাফির রান আউট হওয়ার ধরণ ছিল দৃষ্টিকটু। ম্যাচ শেষে মাশরাফির কাছে প্রশ্ন ধেয়ে গেল, খেলার মতো অবস্থানে আছেন কি তিনি? জবাবে বললেন, ‘না সেটা অবশ্যই।
চোট নিয়েও মাশরাফি খেলায় দলের আরেক ক্রিকেটার বঞ্চিত হচ্ছে কিনা সে প্রশ্নও উঠল। তারও ব্যাখ্যা দিলেন মাশরাফি, 'অবশ্যই আমি যেটা মনে করেছি আদর্শ পরিস্থিতি না। আর কে খেললে কে ভালো হতো সেটা পরের বিষয়, সেটা টিমের বিষয়। দেখা গেল ওকে (রেজাউর রহমান) না খেলায়া আরেকজনকে খেলাতে পারত। সেটা ভিন্ন জিনিস। কে খেললে কে ভালো হতো ওটা তো টিম কারও সাথে আলোচনায় বসবে না বা করবে না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/