শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে দেড় হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার খিয়ার ভুগইল গ্রামে নিজ বাড়ি থেকে মোঃ শহিদুল (২৪) ও এর আগে সকাল ৬ টায় একই উপজেলার দামগাড়া এলাকা থেকে কামরুজ্জামান(৪৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত-হুজুর আলীর ছেলে এবং কামরুজ্জামান একই উপজেলার দামগাড়া এলাকার মৃত- আব্দুল হামিদের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত শহিদুলের কাছ থেকে ১ (এক) হাজার পিস ও কামরুজ্জামান এর কাছ থেকে ৫০০ পিস নিশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শহিদুল ও কামরুজ্জামান এই দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু অন্তে বিকালে বিজ্ঞ আলালতের প্রেরণ করা হয়েছে
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/