তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: রাজধানী ঢাকার বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে লামিসা ইসলাম (২৩) নামে বুয়েটে শিক্ষার্থীর মৃত্যু হয়। লামিসা বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
জানা যায়, বেইলি রোডের ওই ভবনটির একটি রেস্টুরেন্টে রাতে বান্ধবীকে নিয়ে খেতে যায় লামিসা।
আগুন লাগার পর তিনি তার বাবাকে ফোনে জানিয়েছিলেন, বাবা আমি আটকা পড়েছি আমাকে বাচাও। তারপর তাকে আর ফোনে পায়নি তার পরিবার।
পরবর্তীতে ফায়ারসার্ভিস লাশ উদ্ধার করলে পরিবার তখন সেটি সনাক্ত করে।
শুক্রবার (১ মার্চ) সকালের দিকে তার মরদেহ ফরিদপুর শহরের বাড়িতে পৌঁছায়। তিনি শহরের কমলাপুরের বাসিন্দা ও এডিশনাল ডিআইজি নাসিরুল ইসলাম শামীমের বড় মেয়ে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বাদ জুম্মা শহরের চকবাজার জামে মসজিদে জানাজা শেষে আলিপুর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/