বগুড়ায় মাটি খুঁড়তে বেরিয়ে এলো তিনটি অবিস্ফোরিত গ্রেনেড

আপডেট: March 4, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাটি খুঁড়তে বেরিয়ে আসা অবিস্ফোরিত ৩টি গ্রেনেড উদ্ধার করেছ পুলিশ।

০৪ মার্চ (সোমবার) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে অবিস্ফোরিত এ তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়।

উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।

বাড়ির মালিক মোস্তাফিজার রহমান স্বাধীন বলেন,কয়েক দিন যাবৎ আমার বাড়র সংস্কারের কাজ চলছে।

বাড়ির পাশ থেকে কিছু মাটি খুড়ে আনতেই একসাথে ৩টি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া যায়। তৎক্ষণিক পুলিশকে খবর দিলে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ এসে গ্রেনেড তিনটি উদ্ধার করে। তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়ের।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তিনটি অবিস্ফোরিত গ্রেনেড সাদৃশ্য বস্তু পাওয়া গেছে।

দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। তবে ঢাকায় বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এগুলো নিস্ক্রিয় করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর