সিনেমার পোস্টার আঁকা খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ শোয়েব মারা গেছেন। রোববার (১৭ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মোহাম্মদ শোয়েবের মৃত্যুর তথ্য জানিয়ে গণমাধ্যমকে অভিনেতা লিটু আনাম বলেন, ‘ছবি আঁকতে আঁকতেই হঠাৎ অচেতন হয়ে পড়ে যান শোয়েব ভাই। তারপর জরুরিভিত্তিতে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চিত্রশিল্পী মোহাম্মদ শোয়েবের জন্ম ১৯৫৫ সালে। তিনি রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে বসবাস করতেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/