কুষ্টিয়ায় তাঁতীলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: March 20, 2024 |

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ তাতীলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু বলেছেন, তাঁতশিল্প বাঙালি জাতির ঐতিহ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কাজ করছে। এই শিল্পের ঐতিহ্য বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ তাঁতীলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা তাঁতীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তাঁতীরা যেন সামাজিক পেশায় স্বাবলম্বী হতে পারে এবং তাঁতশিল্পের রক্ষায় কাজ করতে পারে এজন্য কুষ্টিয়া জেলা তাতীলীগকে সুসংগঠিত করতেও জেলা তাতীলীগের নেতাদের এগিয়ে আসার আহবানর জানান।

জেলা তাঁতী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মেজবাহর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরআগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর