নারী ক্রিকেট দলের বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে ভারত

আপডেট: March 22, 2024 |

সেপ্টেম্বর-অক্টোবরে দশ দল নিয়ে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল।

সফরের সূচি কিংবা কয় ম্যাচ খেলবে তা চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে দশ দিনের সফরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে দুই দল।

আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’

এর আগে ভারতীয় নারী ক্রিকেট দল দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এবারও প্রস্তুতি নিতে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা আসবেন বাংলাদেশে।

Share Now

এই বিভাগের আরও খবর