গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহনুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, সওজ অধিদপ্তর প্রধান প্রকৌশলী,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি,জেলা পুলিশ সুপার,গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা, হাইওয়ে পুলিশ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), জিএমপি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ গাজীপুর সার্কেল গাজীপুর সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায়,আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সড়ক ও রেল যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে আলোচনা হয় এবং আসন্ন ঈদ-উল-ফিতর এর তিনদিন আগে থেকে সমস্ত প্রকার পণ্য পরিবহনের ট্রাক বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/