শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত আর্থিক/ বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকল্পে বগুড়া জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ এপ্রিল (সোমবার) দুপুর ১২ ঘটিকার সময় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত আর্থিক/বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন।
অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তারা পুলিশ সুপারকে বিভিন্ন বিষয় অবগত করেন।
এসময় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিক/বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অনেক আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, শাখা, ব্যবসাকেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়াকৃত ভবনের প্রবেশপথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চারদিকে এবং সব ধরনের আইটিরুমে প্রয়োজনীয়সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা একান্ত জরুরী।
সেই সাথে স্থাপিত বা স্থাপিতব্য সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং এবং সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে দীর্ঘদিন সংরক্ষণ থাকে সে ব্যবস্থাও রাখতে হবে।
নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যরা যাতে সতর্কতার সাথে দায়িত্বপালন করে এ বিষয়ে তাদের নির্দেশনা প্রদান করতে হবে।
বগুড়া জেলা পুলিশ অত্র জেলার আইন-শৃঙ্খলা বিধান নিশ্চিতসহ সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ভূমিকা পালন করবে ।
জেলা পুলিশের পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানগণদের সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানান তিনি।
এসময় উপস্হিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ/ক্রাইম এন্ড অপস/ডিএসবি), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইনচার্জ, সদর থানা, ওসি, ডিবিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/