ফরিদপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে সাউন্ড বক্স বাজানো, আতশবাজি ও পটকা ফোটানো এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
একই সঙ্গে নিষেধাজ্ঞা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন নিষিদ্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (০৮ এপ্রিল) জনসাধারণের উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
ওই গণবিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে সাউন্ড বক্স বাজানো, পটকা ও আতশবাজি ফোটানো ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
একই সঙ্গে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/