জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে প্রায় ২ হাজার ৮শ শ্রমিকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সম্মিলিত শ্রমিক ফেডারেশন কার্যালয়ের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন রুবেল সহ অন্যান্য শ্রমিক নেতারা।
অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৮ শ শ্রমিকের মাঝে সেমাই, চিনি, দুধ, শাড়ি, লুঙ্গি তুলে দেন অতিথিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/