নেত্রকোণা প্রতিনিধিঃ উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের খান বাহাদুর ছেলে এডভোকেট রুহুল আমীন রুবেল( ৩৬) ও তাঁর বড় ভাই সোহেল (৪০)কে একই গ্রামের চান বাহাদুরে ছেলে সেবক মিয়া, বিবেক, মিন্টু ও মল্লিক বাহাদুরের ছেলে ফারুক এবং হাসেম মিয়ার ছেলে আরিফ,বিবেক সন্ত্রাসী কায়দায় এডভোকেট রুহুল আমীনের বাড়িতে এসে হামলা চালায়।
হামলায় গুরুত্ব আহত হলে পরিবারের লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতব্যর্রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
জানা যায়, জমা-জমি নিয়ে রুহুল আমীন এর বড় ভাই নায়েকপুর ইউনিয়ন পরিষদের বতর্মান ৯ নং ওয়ার্ডে সদস্য মাইনুল ইসলাম জুয়েল সাথে ৩-৪ দিন পূর্বে কথার কাটা কাটি হয় মিন্টু ও বিবেক মিয়ার সাথে, তারই জের ধরে সেবক মিয়া তাঁর দল-বল নিয়ে শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে রহুল আমীনের বাড়িতে এসে হামলা চালায়।
এ ঘটনায় মাইনুল ইসলাম জুয়েল মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সেবক মিয়া জানান, আমার বাপ চাচা মোট ৪ জন বীর মুক্তিযোদ্ধা আঃ করিম অবিবাহিত অবস্থায় মারা গেলে বাকী তিন জনে মুক্তি যোদ্ধার ভাতা নিয়মিত উত্তোলন করে আসছি,কিন্তু আমার চাচা খান বাহাদুর নামে ব্যাংক একাউন্ট থাকায় তিনি ১০ লক্ষ টাকা ব্যাংক হতে লোন নেয়,যা আমরা অবগত নাই,তা নিয়ে কথা বলে রহুল আমীন আমাদের উপর হামলা চালায়।
খান বাহাদুর বলেন, সেবক আমার ভাতিজা হয় সে আমার নিকট চাঁদা দাবি করায়, তা দিতে রাজি না হওয়ায় তাঁর দল-বল নিয়ে অর্তকিত ভাবে আমার বাড়িতে এসে হামলা চালায়, ব্যাংক হতে আমি কোন লোন উত্তোলন করি নাই।
মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার জানান, ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/