মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে।দিনটি উপলক্ষে সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ঘোড়া গাড়ি, পালকি নিয়ে বাদকদল বাদ্য বাজিয়ে নেচে—গেয়ে অংশ নেন।
এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্কুল — কলেজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/