মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে বিআরটিএ কর্তৃপক্ষ।দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুরের বিবিন্নি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাইওয়েতে ওভারস্পীড নিয়ন্ত্রণ এবং অযান্ত্রিক যানবাহন চলাচল করতে না দেওয়া, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির কাগজপত্র এবং রুট পারমিট না থাকায় বাস, সিএনজি এবং মোটরসাইকেল আটক করে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাশ।
ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন বিআরটি’র মোটর যান পরিদর্শক সাইদুল ইসলাম সুমন।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা অভিযান চালাচ্ছি। যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরকে আটক করে জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে হেলমেট পরিধানসহ সড়ক আইন সম্পর্কে অবগত করা হচ্ছে। বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/