মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় গরু বোঝাই ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়া (১৫)। নিহত রিয়াজ মিয়া কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিক্ষার্থী রিয়াজ মিয়া, কেন্দুয়া পৌরসদর থেকে নিজ বাড়ি রামচন্দ্রপুর যাওয়ার পথে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে পৌরসভার সাউদপাড়া মহল্লার মতির মোড় এলাকায় পৌঁছালে নেত্রকোনা থেকে আসা গরু বোঝাই ট্রাক চাপায় নিহত হয়।
এসময়ে স্থানীয় লোকজন গরুসহ ট্রাক আটক করলেও চালক ও হেল্পার পালিয়ে যায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর লাশ ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/