মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ আকাশ হতে ঝড়ে পড়া একপশলা বৃষ্টিতে স্বস্তির ছোঁয়ায় মিশে ছিল আজ প্রকৃতি। এসেছিল বহুল প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি।
আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল বুধবার রাতে নগরীর কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়।
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ, জীব বৈচিত্র্যে হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমে আসে।
এদিকে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে প্রথম একদফা সামান্য বৃষ্টি হয়। মূলত এটা কালবৈশাখীজনিত বৃষ্টি।
ওই বৃষ্টির পরিমাপ ছিল ১ মিলিমিটার। এরপর আজ সকাল ৯টার পর যে বৃষ্টি হয়েছে, তার পরিমাপ পাওয়া যাবে দুপুর ১২টার পর।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/