শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদের উদ্যোগে কালজয়ী বাংলা গানের শিল্পীদের শিল্পী সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, অধ্যক্ষ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য ও সংস্কৃতিক ব্যক্তিত্ব। বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ।
‘’মোরা করব না আর কারো গানের বিকৃতি, বাংলা গানেই আনবো ফিরিয়ে বিশ্বজয়ের স্বীকৃতি’’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সন্মাননা প্রাপ্ত অতিথি হিসেবে ছিলেন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার ও সংগীত পরিচালক সূজেয় শ্যাম, সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীত শিল্পী মোঃ খোরশেদ আলম ও যন্ত্রশিল্পী পল্লব সান্যাল।
অনুষ্ঠানে অতিথিরা বাংলা গানের বিকৃতি করা হচ্ছে গানের আত্মাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া। এগুলো সহ্য করার মত না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/