গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার মন্ত্রীপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটা করার চেষ্টা করছি। এখন ধীরে ধীরে আগের চেয়ে বিদ্যুৎ-এর অবস্থা ভালোর দিকে যাচ্ছে।
তেল এবং অর্থ নিয়ে যে সংকট ছিল তা অনেকটা কেটে যাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় সবসময় তিনি নজরদারি রাখেন যাতে বিদ্যুৎ-এর সমস্যা দ্রুত মিটে যায়।
নসরুল হামিদ আরও বলেন, তাপপ্রবাহের কারণেও বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল। এখন সেটাও উন্নতির দিকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে লোডশেডিং কমিয়ে আনা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/