শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চালa সংগ্রহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৮ মে) বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরবন্দরে অবস্থিত খাদ্য গুদামে খাদ্য বিভাগ এর আয়োজনে এবং শিবগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এর বাস্তবায়নে এ ক্রয় কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু , উপজেলা চাউল কল মালিক সমিতি সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, এল.এস.ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, মেসার্স রবিউল অটো রাইস মিলের স্বত্ত্বাধীকারী মোঃ রবিউল আলম, মিলার আব্দুর রশিদ, আব্দুল জলিল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ১৩০৮ মেট্টিকটন ধান, ৩৩৭৬ মেট্টিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এবার প্রতি কেজি ধানে মূল্য ৩২ টাকা ও মিলারদের জন্য প্রতিকেজি চাল ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কৃষক সর্বোচ্চ ৩ টন ধান ও নির্ধারিত মিলার গণ এ চাল বিক্রয় করতে পারবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/