ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ২৫০ পিস ইয়াবাসহ সাহেদা বেগম (৩৮) নামে এক নারী মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। সাহেদার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় লাশ কাটা বস্তির রাস্তায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালনের সময় পুলিশ ধরে ফেলে, এ সময় তাকে তল্লাশি করলে তার কাছে থাকা কালো ব্যাগের ভিতর ২৫০ পিস ইয়াবাসহ সাহেদাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শাহেদা বেগম একজন মাদক সম্রাজ্ঞী, সে দীর্ঘদিন যাবত মাদকের বড় ধরনের চোরাচালান নিয়ে এসে কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন অল্প বয়সের যুবকদের হাতে এবং ছাত্রদের হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেয় অল্প বয়সের যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। সে একজন বড় ধরনের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। এছাড়া তার নামে নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/