জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের গুয়াগা চৌরঙ্গী ব্লকে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ জাত উৎপাদন শীর্ষক প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বেলা বারোটায় Better crops, Better Nutrition এই শ্লোগানে ধারণকৃত দাতা সংস্থা “হার্ভেস্ট প্লাস” এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি) শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি ঠাকুরগাঁও) এর উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ (পিপি), রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অতিরিক্ত ) কৃষিবিদ সাবের আলম, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মজিবর রহমান।
এছাড়াও টেকনিক্যাল অফিসার কৃষি ও পরিবেশ আরডিআরএস রবিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জিংক অনুপুষ্টি সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদন প্রদর্শনী প্রাপ্ত খামারি, প্রগতিশীল কৃষক, কৃষাণি সহ স্হানিয় গন্য মান্য ব্যাক্তিবর্গসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিগণ মাঠ দিবসে মানবদেহে জিংকের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান-১০০ উৎপাদন, প্রদর্শনীর ফলাফল প্রদর্শন, কৃষকদের প্রযুক্তি বিস্তার উদ্বুদ্ধ করণ, চাষাবাদ, রোগ বালাইসহ নানা দিক তুলে ধরে উপস্থিত শতাধিক কৃষক-কৃষানীর মাঝে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জিংক মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানুষের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী পুষ্টি সমৃদ্ধ উপাদান।
বাঙ্গালীরা যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করে সেইদিক বিবেচনা করে গবেষকগণ ভাতের মাধ্যমে জিংক মানবদেহে কিভাবে প্রবেশ করানো যায়, কিভাবে লিংকের ঘাটতি পূরণ করা সম্ভব, সেই চিন্তা ভাবনা করে জিংক সমৃদ্ধ বিভিন্ন জাতের ধান উদ্ভাবন করেছেন।
সেজন্য উপস্থিত সকল কৃষক-কৃষাণীরদেরকে জিংক সমৃদ্ধ ধান বেশি বেশি করে আবাদ করার জন্য আহ্বান জানানো হয়।
পরে কৃষক অন্নদা রাণী রায় এক একর জমিতে রোপণ কৃত জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ এর কর্তনের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/