কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ৫ জুন ১২ টার দিকে নান্দাইল উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক যুবককে আটকের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
যুবকের নাম মো. কাইয়ুম (৩৫), পিতা - মৃত জহির উদ্দিন, গ্রাম - বাহাদুর নগর নির্বাচনে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুন্নিসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কানারামপুর কেন্দ্রে এক ভোটার দিয়ে আবার দ্বিতীয়বার ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হয়।
পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট তাজুল ইসলাম সোহাগ।’
উল্লেখ্য, চতুর্থ ধাপে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদের ভোট নেওয়া হয়। ৩৬১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ব্যালটে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার ১০ লাখ ৮৯ হাজার ৬২৭ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/