জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম রানীশংকৈল উপজেলার গোগর এলাকার আজিজুল হকের স্ত্রী।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম পায়ে হেঁটে তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে রাণীশংকৈল উপজেলার পুরাতন সেন্টার নামক এলাকায় পৌঁছালে পিছন দিক দিয়ে আসা রানীশংকৈল গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো উ ১১-৩৪১৭) সজোরে ধাক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা ঘটনাস্থলেই মারা যান।
এসময় ঘটনা স্থল থেকে ঘাতক ট্রাকটি ও চালককে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম চালক ও ঘাতক ট্রাক থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/