আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে নিখোঁজের এক দিন পর আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকার নিখোঁজ হওয়া জায়গা থেকে এক কিলোমিটার ভাটি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।
এর আগে গত সোমবার (১০ জুন) বেলা ১০টার দিকে সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে গড়াই নদীতে নেমে পানিতে ডুবে আমান হাসান নিখোঁজ হন।
নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে জন্য কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার সময় কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/