জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৪ সালে শতবর্ষ পূর্ণ হওয়ায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল বিকেলে শহরের নতুনহাট এলাকায় জাহিদ ট্রেডার্সের অফিসে প্রাক্তন ছাত্রদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেঘর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আইয়ুব আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মোঃ হাসানুজ্জামান মিঠু, স্কুলের সাবেক সভাপতি ও উদযাপন কমিটির সদস্য সচিব জাহিদ ইকবাল, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মিজানুর রহমান টিটো, রফিকুল ইসলাম মিন্টু, রানা কুমার মন্ডল, কোষাধ্যক্ষ এনামুল হক সরকার, সহঃ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিলন, সদস্য মাসুদ রানা প্রধান, আঃ রাজ্জাক, উপদেষ্টা সেলিমুর রহমান বাবুল, দেওয়ান মোস্তাকুল ইসলাম মোস্তাক,ফেরদৌস আলম, গোলাম কিবরিয়া মুকুল খালেদ হোসেন, হাসানুজ্জামান স্বপনসহ প্রায় ১০০ জন প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
উদযাপন কমিটির সদস্য সচিব জাহিদ ইকবাল জানান, তেঘর স্কুলের পুরোনো স্মৃতি গুলো আমাদের হ্নদয়ের সঙ্গে মিশে আছে। শতবর্ষ পূর্ণ হওয়ায় সকলে একত্রিত হতে পারব এটি একটি ভালো উদ্যোগ।
সফলভাবে একটি পূর্ণমিলণী অনুষ্ঠান করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানটি সুন্দর এবং সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রক্তন ছাত্ররা বলেন, তেঘর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। এই বিদ্যালয়ের অনেক প্রক্তন ছাত্র ছাত্রী দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং আছেন।
প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অনন্য ভুমিকা রেখে চলেছে। আমরা আগামী ডিসেম্বরে আমাদের প্রিয় বিদ্যাপীঠের শতবর্ষ উৎসব জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত করতে চাই।
আলোচনা সভা শেষে আগামী ডিসেম্বর মাসে শতবর্ষ উদযাপন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সর্বসম্মতিক্রমে ৫০০ টাকা রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/