চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
একজন কারারক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুমার নামাজের পর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন বন্দীরা।
নাম প্রকাশ না করা শর্তে ওই কর্মকর্তা বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে। তবে বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।
চট্টগ্রাম মহানগরীরর লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/