শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে গাংনাগর বাজার মনিটরিং করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাংনগর এলাকার সাধারণ শিক্ষার্থীরা।
দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় ০৯ আগস্ট (শুক্রবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর দেউলি ইউনিয়নের মধ্যবর্তী গাংনগর বাজারে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন গাংনগর এর সাধারণ শিক্ষার্থীরা।
এইসময় পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করেন এবং ন্যায্য দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে দেখা গেছে তাদের।
শিক্ষার্থীরা বলেন, আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি তারা আমাদের জানিয়েছে ছাত্রদের নিয়মিত এই বাজার মনিটরিংয়ে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রনে আসতে পারে বলে তারা আশাবাদী।
এই ব্যাপারে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আমরা কোটা সংস্কার পরে আমরা এখন দেশ সংস্কারের উদ্যোগ নিয়েছি , যার জন্য আমাদের শিক্ষার্থীরা সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন, ফারদিন এহসান আলিফ ,আসিফ ইবনে মোমেন , সোহানুর সোহাগ, সাব্বির হোসেন ,সাফিউর রহমান ,আরিফুল ইসলাম, সিয়াম, ইমরান , নাজিবুর ,মুরাদ সহ আরো অনেকেই
শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/