পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস টিকবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলার সুযোগে এ মন্তব্য করেন তিনি।
ইমরান খান বলেন, ‘সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন। তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে।’
দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, সিইসি অতীতে ‘জালিয়াতির নির্বাচনের’ আয়োজন করেছিলেন। উপনির্বাচনের সময় তারা ‘জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিলেন’।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/