নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব বিষয়ে দেশের সব শ্রেণি পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ আগস্ট) সকালে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়য় অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগ এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পূরণ হয়েছে।
বিরোধীরা আবারও যে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে তা রাজপথে থেকে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করার আহ্বান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/