জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ করেছে পত্নীতলা বিজিবি।
সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপির এলাকায় ভানাইকুশলিয়া সিংপাড়া গোবিন্দ মন্দির চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতে ভয়-ভীতি না পেয়ে নিজ এলাকায় সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন।
কোনভাবেই গুজব ও উস্কানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে (ছবি/ভিডিও) প্ররোচিত না হয় সে ব্যাপারে উপস্থিত সকলকে সর্তক থাকতে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দসহ ৬টি গ্রামের ৩০০টি পরিবারে প্রায় ৩০০০ জন জনসাধারণ অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/