বন্যার্তদের সহায়তায় বেসিসের ত্রাণ তহবিলে অরেঞ্জবিডি লিমিটেডের আর্থিক অনুদান প্রদান

আপডেট: August 29, 2024 |
inbound4370555808668033557
print news

বন্যার্তদের সহায়তায় বেসিসের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে অরেঞ্জবিডি লিমিটেড।

বেসিসের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বন্যার্তদের সহায়তায় বেসিসের ত্রাণ তহবিলে অরেঞ্জবিডি লিমিটেডের সিনিয়র কর্মকর্তা-কর্মচারীগণদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন অরেঞ্জবিডি লিমিটেডের প্রতিনিধি দল।

সকলের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে বিশ্বাস করে প্রতিষ্ঠানটি।

এ সময় উপস্থিত ছিলেন, অরেঞ্জবিডি লিমিটেড এর পরিচালক ও চীফ অপারেটিং অফিসার হাফেজ আহাম্মদ, পরিচালক ও সিআইও মোঃ শামীম হোসেন এবং প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার শামস।

বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক মীর শাহরুখ ইসলাম এবং বেসিস সেক্রেটারি হাশিম আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর