শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া লেখক চক্রের ৯৪৪তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আসরটি অনুষ্ঠিত হয়।
উক্ত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরে স্বরচিত লেখা পাঠ করেন সহ সভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক ছডাকার আমির খসরু সেলিম, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, কবি অনন্য রাসেল, কবি শাহানূর শাহিন, কবি মাহাবুব টুটুল, কবি সাফওয়ান আমিন, কবি মাহমুদ কাওছার, কবি শাকিবুল শাকিল, ইসতিয়াক আহমেদ, ফয়সাল আহমেদ ও সোহানুর সোহান।
পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন ছডাকার আমির খসরু সেলিম, কবি অনন্য রাসেল ও কবি শাহানূর শাহিন। মুক্ত আলোচনায় সবাই স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/