শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসাভা মোড়ে অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২১ অক্টোবর (সোমবার) দুপুরের দিকে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা মোড়ে এ অভিযান পরিচালনা করে চাঁদা আদায়ের সময় শাহিনুর রহমান ও তারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান জানান,সম্প্রতিক সময় শিবগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় সংক্রান্ত অভিযোগের থানা পুলিশ এ ব্যবস্হা নেয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলাম বলেন,শিবগঞ্জে কোনো চাঁদসবাজের স্হান নেই।
বিএনপির পক্ষ থেকে সকল চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রশাসনের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছিল।
ভবিষ্যতে এ উপজেলায় কেউ চাঁদাবাজি করার চেষ্টা করেলে বিএনপির পক্ষ থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/