শাহজাহান আলী, বগুড়া জেলা প্রিতিনিধিঃ বগুড়ার সোনাতলার আলোচিত তুহিন হত্যা মামলার ৩ নং আসামী আরাফাত(২০)কে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুর এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে ১৮.২৫ ঘটিকায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুর এর অভিযানে গাজীুপুর জেলার কালিয়াকৈর থানাধীন শালদহপাড়া সাকিনস্হ ইমান আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তুহিন হত্যা,মামলার উন্নতম আসামী আরাফাতকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ মনোনয়ন হোসেন চৌধুরীর স্বাক্ষরিত ২২ অক্টোবর দুপুরে পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-১২, বগুড়ার পাঠানো প্রেস রিলিজে বলা হয়,গত ৮-৯-২৪ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সোনসতলা থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামস্হ অবদার বাঁধ চারমাথা সংলগ্ন জনৈক গোলজার আকন্দের চায়ের দাকানের সামনে বসে তুহিন চা খাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা দেশীয় অস্ত্র-শাস্ত্রে সজ্জিত হয়ে তুহিনকে অতর্কিত হামলা করে এতে তুহিন গুরুত্ব আহত হন।
আহত অবস্হায় তুহিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন।
ঢাকা মেডিকেল সিট খালি না থাকায় তাকে মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে আইসিইউতে ভর্তি করা হয়।
এর পর সেখান থেকে তুহিনকে তার আবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ১৮-৯-২৪ তারিখ দুপুর ১৩.৪৫ ঘটিকায় সেখানেই তুহিনের মৃত্যু হয়।
এই ঘটনার পেক্ষিতে গত ১৫-৯-২৪ তারিখে সোনাতলা থানায় মামলা নং-৪ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/
৫০৬/১১৪/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল,কোড-১৮৬০ রুজু হয়।
এই হত্যাকান্ডের পর থেকেই র্যাব-১২, বগুড়া ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত এবং আসামী গ্রেফতারের জন্য কাজ শুরু করে।
গোপন সংবাদের জানা যায়, আসামী গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ১৮.২৫ ঘটিকায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুর এর নেতৃত্বে এবং র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহায়তায় একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন শালদহপাড়া সাকিনস্হ ইমান আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আসামী আরাফাতকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ মনোনয়ন হোসেন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গবার বগুড়ার সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/