সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এবারের আসরে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছেন সাবিনা খাতুনরা। দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে নেপালের দশরথ স্টেডিয়ামে ভারতের মেয়েদের বিপক্ষে নামবে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ কঠিন। প্রথম ম্যাচ জিততে পারলে সহজেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। ড্র হওয়ায় আজ ভারতের বিপক্ষে জিততেই হবে। অন্ততপক্ষে ড্র করতে হবে। দুই গোলে হারলেও ক্ষতি নেই। কিন্তু তিন গোলের ব্যবধানে হেরে বসলেই বিপদ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/