সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল জাদুকরি এক রাত উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। শুধু গ্যালারিতে উপস্থিত দর্শকদেরই সারাজীবন মনে রাখার মতো স্মৃতি দেননি তিনি, বোকাবাক্সেও যারা দেখেছেন তাদের জন্যও রাত জেগে খেলা দেখাটা ছিল সার্থক।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদকে যেভাবে ভিনিসিয়ুস ম্যাচ জেতালেন তা এক কথায় অবিশ্বাস্য। তার হ্যাটট্রিকে বার্নাব্যুতে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখা হয়েছে।
ঘুরে দাঁড়ানোর ‘ডিএনএ’ অবশ্য লস ব্ল্যাঙ্কোসদের শরীরে সব সময় থাকে।
গতকালের আগে বার্নাব্যুতে প্রত্যাবর্তনের আরও অনেক গল্প ছিল বলেই ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি রিয়াল। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন জয়ের নায়ক ভিনিসিয়ুস। তাদের বিশ্বাস ছিল ম্যাচ জিতবেন।
মুভিস্টার টিভিকে তিনি বলেছেন, ‘নিজেদের ওপর বিশ্বাস ছিল। স্টেডিয়াম এবং সমর্থকদের সম্পর্কে ধারণা ছিলই, এখানে যেকোনো কিছু ঘটতে পারে। প্রথমার্ধ শেষে আমরা সকলে শান্ত ছিলাম, কোচের কথা শুনছিলাম। তিনি আমাদের বলেছেন, যদি আমরা প্রথম গোল পাই, আমরা আরেকটা প্রত্যাবর্তনের গল্প লিখব।
দ্বিতীয়ার্ধে তেমনি দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। শেষ ৪৫ মিনিট শুধু ডর্টমুন্ডের উপর ছড়ি ঘুরিয়েছেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। বিরতির পর যে ভালো খেলতে হবে অনেকটা তেমন পণ করেই নেমেছিলেন তারা। যার ফল স্বরুপ ৫-২ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল। ম্যাচ শেষে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমরা জানি আমাদের উন্নতি করতে হবে।
শুরুর থেকে আরও ভালো খেলতে হবে। দ্বিতীয়ার্ধে তারও বেশি ছিল যতটা আমরা খেলেছি।’
ভিনির দুর্দান্ত পাফরম্যান্সে বরবরই মুগ্ধ কোচ কার্লো আনচেলত্তি। গতকালের অসাধারণ পারফরম্যান্সের পর তাই শিষ্যর প্রশংসা করতে ভুল করেননি। এবারের ব্যালন ডি’অর যে তার প্রাপ্য তা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ আমার মনে, ভিনিসিয়ুস (ব্যালন ডি’র) জিততে যাচ্ছে। আজ রাতে যা করেছে এর জন্য নয়, গত বছর যা করেছে। রাতের তিন গোল আগামী বছরের ব্যালন ডি’রে জিততে সহায়তা করবে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/