জয়পুরহাট প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল ৮ টায় জেলা যুবদলের আয়োজনে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গরীব অসহায় মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন সংগ্রামে সকল শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজভী আহমেদ, গোলাম রাব্বানী রাব্বি, সদস্য মুহিদুল ইসলাম রাজিব, রেজাহাত হোসেন রনি, জিল্লুর রহমান, পলাশ, ওলিউজ্জামান সেলিম, লিটন, ফাহাদ, রেজা, মুমিন, সোহাগ, সোহেল মন্ডল প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/