শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাব-১২ বগুড়া, গোপন সংবাদের ভিত্তিতে শিবজ্ঞান উপজেলার রহবল এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেন্সিডিল ও ৮ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
২৭অক্টোবর (রোববার) বিকালে র্যাব-১২ বগুড়া,গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন রহবল গ্রামস্হ এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ড্রাইভার মোঃ রাশেদ মোল্লা(৪৫) ও মোঃ নয়ন মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাশেদ মোল্লা কুষ্টিয়া জেলা সদর থানার বটতৈল(চারমাইল) গ্রামের গোলাম মাওলা মোল্লার ছেলে এবং গ্রেফতারকৃত নয়ন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন আতাপাড়া মাজার গ্রামের মোঃ মকবুল হোসেন এর ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খান এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত আসামী রাশেদ মোল্লা ও নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়ার শিবগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/