কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের (সিসিডিএ) সহায়তায় অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব - ২০২৪ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় র্যালির মাধ্যমে এই আয়োজন শুরু হয়ে রাত দশটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।
আয়োজনের শুরুতে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা শেষে বিচারকদের রায়ে প্রতিযোগিতার ৫ টি অংশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়।
এর মধ্যে আবৃত্তিতে প্রথম হয়েছেন রুবাইয়াত তাজবীন, দ্বিতীয় হয়েছেন অন্তর রায়, তৃতীয় হয়েছেন ফাহমিদা সুলতানা।
এছাড়া বারোয়ারী বিতর্কে প্রথম হয়েছে রুবাইয়াৎ, দ্বিতীয় হয়েছে কারিশমা, তৃতীয় হয়েছে কিফায়াতুল হক। নৃত্যে প্রথম হয়েছে রুমা রাণী দেবনাথ, দ্বিতীয় হয়েছে উম্মে হাবিবা শান্তা, তৃতীয় হয়েছে রাবেয়া ভূইয়া অন্তু।
লোকগীতিতে প্রথম হয়েছে সোহেল রানা, দ্বিতীয় হয়েছে আল আরাফাত আমিন রাফি, তৃতীয় হয়েছে কে এম ইশতিয়াক আহমেদ।
সর্বশেষ আধুনিক গানে প্রথম হয়েছে কেএম ইশতিয়াক আহমেদ, দ্বিতীয় হয়েছে আল আরাফাত আমিন রাফি, তৃতীয় হয়েছে অজয় দেবনাথ।
এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কুমিল্লার ডেপুটি কমিশনার ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের (সিসিডিএ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "সংস্কৃতিমনা মানুষেরা ভালো হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের এরকম আয়োজন আরো হোক। বাংলা সংস্কৃতি ও বাংলার গানের ঐতিহ্য টিকে থাক। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক সব দিক থেকে।"
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি সমাপনী বক্তব্যে বলেন, 'থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন।
প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকি যেন শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা করার সুযোগ পায়৷
এরই ধারাবাহিকতায় এ বছরও আমরা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসট্যান্সের সহায়তায় অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব - ২০২৪ আয়োজন করি, যেখানে ৫টি সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আমরা সবসময় চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে এগিয়ে যেতে। আমরা ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম আয়োজন করব এবং প্রতিবারই বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা প্রত্যাশা করব।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/