শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
০১ নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার বিহার ইউনিয়নের এম এম উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিহার নবজাগরন সংঘের আয়োজনে এ খেলা উদ্ধোধন করা হয়।
উদ্বোধনী খেলায় শান্তি সংঘ বিহার ইউনিয়ন একাদশ ও রায়নগর ইউনিয়ন বিএনপি একাদশ এই দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দলিলুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌর কৃষক দলের সভাপতি শাহজাহান আলী কাজী, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, বিহার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিক মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সৌরভ, দপ্তর সম্পাদক মাকছুদ হাসান মিশু, প্রচার সম্পাদক রিফাত, ইউনিয়ন ছাত্রদল নেতা পাপ্পু, হৃদয়, সিজান, পারভেজ, বাপ্পি, বাছেদ, সোবহান, রিপন প্রমূখ।
খেলায় শান্তি সংঘ বিহার ইউনিয়ন একাদশ রায়নাগর
খেলায় বিহার ইউনিয় শান্তি সংঘ একাদশ ২-০ গোলে রায়নগর ইউনিয়ন বিএনপি একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব আর্জন করেন।
শান্তি সংঘ বিহার ইউনিয়ন একাদশের ১২নং খেলোয়ার সানি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/